IELTS
কাঙ্ক্ষিত IELTS Reading Score অর্জনের ১০টি সেরা টিপস!
IELTS Reading score কিছুটা কম হওয়ার কারণে আমার এক বড় ভাই গত সেশনে তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ পাননি। কিছুদিন আগে তিনি আবার IELTS পরীক্ষায় বসেন, প্রয়োজনীয় স্কোর করে এখন তিনি আবারো তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। ভাইয়ের সাথে একদিন দেখা হলো চা-এর দোকানে। সুযোগ পেয়ে জানতে চাইলাম, রিডিং অংশে ভালো করতে ভাই কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই আলোচনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।
ভাইয়ের সাথে আলোচনায় আমি জানতে পারি,
- IELTS Reading Test-এর ধরন কেমন,
- এই অংশের Marks Distribution কেমন হয়,
- IELTS Reading Question types -গুলো কী কী,
৪. আর এমন কিছু টিপস যা ভাই ফলো করে প্রথমবারের চেয়ে তার IELTS Reading score- কে আরো improve করেছেন।
আর এর পাশাপাশি একদম শেষে আমি যুক্ত করে দেবো একটা IELTS Reading Mock Test, যা আপনার প্রস্তুতির জায়গাটি কেমন সে সম্পর্কে আপনাকে ধারণা দেবে।
IELTS Reading Test -এর ধরণ
কতক্ষণ সময়? ফর্মেটটাই বা কী?
IELTS Academic Reading Test -এ সময় থাকে ৬০ মিনিট, বা এক ঘন্টা। মোট প্রশ্ন থাকে ৪০টি। এই টেস্টে মোট তিনটি ভাগ থাকে, আপনাকে এই তিনটি ভাগে যথাক্রমে ১৩+১৩+১৪ বা, মোট ৪০টি প্রশ্নের উত্তর করতে হবে। তিনটি টেক্সট সব মিলিয়ে গড়ে ২১৫০-২৭৫০ শব্দের হয়। পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র শুরুতেই একত্রে আপনাকে দিয়ে দেয়া হবে, আবার পরীক্ষা শেষে উত্তরপত্র এবং প্রশ্নপত্র দুটোই আপনাকে জমা দিয়ে আসতে হবে, প্রশ্ন বাইরে আনা যাবে না। প্রশ্নে প্রদত্ত ৬০ মিনিট সময়ের মধ্যেই সকল উত্তর উত্তরপত্রে বসাতে হবে, অরিতিক্ত সময় আপনাকে দেয়া হবে না।
কেমন টেক্সট আসতে পারে?
Academic Reading Test-এ তিনটি বড় টেক্সট থাকে। প্রতিটা টেক্সটই কোন না কোন একাডেমিক বই, জার্নাল, পেপার, ম্যাগাজিন থেকে নেয়া হয়। তবে টেক্সটগুলোর টপিক এমন হবে যে সেটা বোঝার জন্য আপনাকে ঐ টপিকে অনার্স-মাস্টার্স-পিএইচডি থাকা লাগবে না!
যেমন ধরা যাক আপনি কম্পারেটিভ লিটারেচারের ছাত্র, কিন্তু রিডিং টেস্টে আপনাকে দেয়া হলো হাবল টেলিস্কোপ নিয়ে একটা আর্টিকেল। তাই বলে আপনাকে পরীক্ষার হলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না। টেক্সটে গ্রাফ, চার্ট যুক্ত থাকতে পারে, থাকতে পারে টেকনিক্যাল টার্মস। সেক্ষেত্রে ঐ টেকনিক্যাল টার্ম দিয়ে কী বোঝায় সে সম্পর্কেও অল্প কথায় লেখা থাকবেই। মোট কথা, একজন সাধারণ পাঠক যেন প্রথম পাঠেই টেক্সটা বুঝতে পারেন, এমনটা ভেবেই প্রশ্নকর্তারা প্রশ্ন তৈরি করে থাকেন।
ভালো IELTS Reading Score কেন জরুরী?
আপনি যদি কোন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে চাকরি, পড়াশোনা, কিংবা স্রেফ বসবাস করতে যেতে চান, তাহলে আপনার ইংরেজি দক্ষতা প্রমানের জন্য IELTS পরীক্ষাতে বসতে হবে। বিশেষ করে চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে ভালো IELTS স্কোর করা বেশ জরুরী। আর ভালো স্কোরের জন্য যে ভালো IELTS reading scoring-টাও জরুরী সেকথা বলাই বাহুল্য। IELTS পরীক্ষার চারটি মডিউল, Reading, Writing, Speaking এবং Listening। এই সবগুলো অংশের স্কোর মিলিয়ে একটা ফাইনাল স্কোর তৈরি করা হয়। তাই আপনার IELTS reading scoring যেন Standard হয়, সেজন্য কিছু টিপস পরের অংশে যুক্ত করে দেয়া হয়েছে।
IELTS Reading Test : ভালো করবেন যেভাবে
আমরা এর মধ্যে দেখেছি যে, IELTS Reading Score সম্পূর্ণ IELTS পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, তাই একজন শিক্ষার্থীর উচিত IELTS Reading Score যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করা। তাই এই অংশে এমন কিছু Reading Tips আপনাদের সাথে শেয়ার করবো, যা আপনার IELTS Reading Score -কে বাড়াতে সাহায্য করবে।
IELTS Reading Tips 1: উত্তর থাকবে আড়ালে
IELTS Reading Test -এর মূল লক্ষ্য হলো আপনার পড়তে পারার ক্ষমতা কতটুকু তা বের করা। রিডিং টেস্টের প্যারাগ্রাফ সবসময়েই কিছুটা জটিল ভাষায় লেখা থাকে। প্রশ্নকর্তারা আসলে দেখতে চান যে এই জটিল ভাষা বুঝে আপনি প্রশ্নের সঠিক উত্তরটি বের করতে পারেন কি না। টেক্সটের মধ্যেই আপনার উত্তরের একটা আভাস দেয়া থাকবে। সঠিক উত্তরটি হয়তো অন্য শব্দে অন্য বাক্যে টেক্সটে দেয়া আছে, আপনাকে তা বুঝে উত্তর করতে হবে। তাই প্রথম reading tips for IELTS হলো সবসময় খুব সতর্কতার সাথে টেক্সট পড়ুন।
IELTS Reading Tips 2: স্কিমিং
আপনি যদি দ্রুত পড়তে না পারেন, তাহলে IELTS পরীক্ষায় আপনার ফেল করার ব্যাপক সম্ভাবনা আছে! জ্বি, ভালো স্কোর করতে চাইলে আপনাকে অবশ্যই স্কিমিং সম্পর্কে জানতে হবে, আর এটাই দ্বিতীয় IELTS tips for reading। বিষয়টা ভেঙে বলি।
প্রতিটা লেখার মধ্যেই কিছু কিওয়ার্ড থাকে, কিছু গুরুত্বপূর্ণ বাক্য থাকে। টেক্সটে চোখ বুলিয়ে এই কিওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ বাক্যগুলো পড়ে ফেলার নাম-ই স্কিমিং। এর মধ্য দিয়ে আপনি পুরো লেখার একটা সাধারণ ধারণা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, স্কিমিং শিখবেন কীভাবে? সেক্ষেত্রে আপনি নিচের স্টেপগুলো ফলো করতে পারেন,
- প্রথম প্যারাগ্রাফটা মনোযোগ দিয়ে পড়ে ফেলুন।
- প্রতিটি প্যারাগ্রাফের প্রথম কয়েকটা বাক্য পড়ে ফেলুন, এতে করে পুরো লেখার একটা ধারণা আপনি পেয়ে যাবেন।
- শেষ প্যারাগ্রাফটা মনযোগ দিয়ে পড়ুন, কারণ পুরো লেখার একটা সারাংশ সাধারণত শেষ প্যারাগ্রাফে দেয়া থাকে।
IELTS Reading Tips 3: স্ক্যানিং
Reading tips for IELTS-এর তৃতীয় স্থানে আছে স্ক্যানিং , এটি হলো নিদির্ষ্ট তথ্য খুঁজে বের করার জন্য দ্রুত পড়ার একটি পদ্ধতি। IELTS Reading Test-এ প্রায়ই তারিখ, নাম, সংখ্যা সম্পর্কিত প্রশ্ন হয়ে থাকে। আপনি যখন স্ক্যান করছেন তখন কয়েকটি বিষয়ে নজর দিন,
- নিদির্ষ্ট তথ্য ও সংখ্যা আন্ডারলাইন করুন। সকল শব্দ পড়ার প্রয়োজন নেই। কোন নাম, তারিখ, চিত্র, পরিসংখ্যানের উপাত্ত আছে কি না তা খুঁজে দেখুন।
- প্রশ্নে থাকা কিওয়ার্ডগুলো মূল লেখায় খুঁজে দেখুন, বা সে সব কিওয়ার্ডের কোন সমার্থক শব্দ দেয়া আছে কি না তা খুঁজে দেখুন। এই কাজটা করতে পারলে আপনার জন্য দ্রুত উত্তর করাটা সহজ হয়ে যাবে।
রিডিং টেস্টে আপনি প্রতিটা প্যারাগ্রাফের জন্য ৩ মিনিটের বেশি সময় পাবেন না, তাই সবসময় ফোকাসড থাকুন, থাকুন এলার্ট।
IELTS Reading Tips 4: আইডিয়াতে ফোকাস করুন, শব্দে না
প্যারাগ্রাফ পড়ার পর নিজের ভাষায় সেটা ব্যাখ্যা করুন। এই কাজটা করতে পারলে আপনার কাছে প্যারাগ্রাফের মূল আইডিয়াটা পরিষ্কার হয়ে যাবে, শব্দগুলো আপনার কাছে তখন আর মুখ্য মনে হবে না। এটা IELTS tips for reading -এর চতুর্থ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস।
IELTS Reading Tips 5: টেক্সটে প্রমান খুঁজুন, আন্ডারলাইন করুন, নাম্বারিং করুন
Reading tips for IELTS -এর পঞ্চম টিপস হলো টেক্সটে উত্তরের পক্ষে প্রমান খোঁজা, তা দাগানো এবং নাম্বারিং করা। বিষয়টা সহজ করে দিই,
- রিডিং প্যাসেজে সঠিক উত্তর অথবা সঠিক উত্তর হতে পারে এমন শব্দগুলো খুঁজে বের করুন। প্রশ্নের কিওয়ার্ডের সাথে মিলিয়ে দেখুন যে এটাই আপনার উত্তর কি না। একেই বলা হচ্ছে প্রমান খোঁজা৷
- এবার উত্তরটা দাগিয়ে ফেলুন
- এবার উত্তরের নাম্বারটা প্রশ্নপত্রে প্রশ্নের উপর লিখে ফেলুন। কাজ এটুকই!
এর মাধ্যমে আপনার আর বারবার প্যারাগ্রাফগুলো পড়তে হবে না, কিংবা উত্তর নিয়ে কোন কনফিউশনে ভুগতে হবে না৷ আর মনে রাখবেন, প্রতিটা প্রশ্নের কেবল একটিই সঠিক উত্তর আছে, এভাবেই পরীক্ষাটা ডিজাইন করা হয়েছে। আর এই কারনেই একটু ভালোভাবে নজর দিলে আপনি সঠিক উত্তরটা অবশ্যই খুজে পাবেন৷
IELTS Reading Tips 6: ওয়ার্ড মিনিং না জানলে ভয়ের কিছু নেই!
ধরা যাক এমন একটা শব্দ আপনি বাক্যে দেখলেন, যার অর্থ আপনি জানেন না। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হলো ঐ শব্দের আশেপাশের শব্দগুলো দেখা, কারণ আশেপাশের শব্দগুলো আপনাকে বাক্য সম্পর্কে একটা সাধারণ ধারণা দেবে, ফলে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে ঐ শব্দটা কি কোন হ্যা-বোধক নাকি না-বোধক শব্দ, কোন মানুষের নাম নাকি চাকরির নাম, কোন প্রাণীর নাম নাকি কোন একটা বৈশিষ্ট্য।
এক্ষেত্রে আপনি শব্দের প্রিফেক্স দেখলেও একটা ধারনা পেয়ে যাবেন। যেমন শব্দের শেষে un থাকলে সেটা কোন কাজ না করা বোঝায় (Unfasten- বাঁধন খোলা), re থাকলে সেটা দ্বারা বোঝায় কোন একটা কাজ পুনরায় করা (rearrange- পুনর্বিন্যাস), এমনটা আরকি।
আবার গ্রামারও আপনাকে এক্ষেত্রে বেশ সাহায্য করতে পারে। যেমন ধরা যাক আপনি কোনো একটা শব্দের পরের শব্দটাই Noun পেলেন, সেক্ষেত্রে আপনার অজানা শব্দটা একটা Adjective হবে।
তবে এত কিছুর পরেও যদি আপনার মনে হয় শব্দটা বুঝতে পারছেন না, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই। আপাতত প্রশ্নটা স্কিপ করে সামনে চলে যান। আর অবশ্যই দাগিয়ে যান যেন পরে আবার সময় পেলে এই প্রশ্ন এবং শব্দটা নিয়ে চিন্তা করতে পারেন। এই reading tips for IELTS-টি ফলো করতে পারলে আপনার টেনশন ৮০ ভাগ কমে যাবে।
IELTS Reading Tips 7: বাদ যাবে না একটি উত্তর!
আরেকটি বেশ গুরুত্বপূর্ণ IELTS tips for reading হলো, কোনভাবেই কোন প্রশ্ন উত্তর না করে আসবেন না। এটা ভর্তি পরীক্ষা বা বিসিএস পরীক্ষা নয় যে ভুল উত্তরের জন্য নাম্বার কাটা হবে। বরং একদম না পারলে যে কোন একটা উত্তর অনুমান করে লিখুন, ভাগ্য ভালো হলে সেটা সঠিক হয়েও যেতে পারে! একটা সঠিক উত্তরেও ব্যান্ড স্কোরের ব্যাপক পরিবর্তন হতে পারে।
IELTS Reading Tips 8: পড়ার গতি বাড়ান
৬০ মিনিটে পুরো IELTS Reading test সম্পন্ন করতে হলে আপনাকে দ্রুত রিডিং পড়া এবং বোঝার অভ্যাস আয়ত্ত্ব করতে হবে। Reading tips for IELTS এর এই অংশে তাই রিডিং স্পিড বাড়ানোর জন্য বেশ কার্যকরী একটি পদ্ধতি আপনার সামনে তুলে ধরছি,
- একেকবার একটা করে শব্দ না পড়ে, একসাথে তিনটা শব্দ পড়ার চেষ্টা করুন। ধীরে ধীরে শব্দ সংখ্যা বাড়ান৷
- কাজটা প্রথমদিকে একটু কঠিন মনে হতে পারে, সেক্ষেত্রে একটা কলম বা পেন্সিলকে পয়েন্টার হিসেবে ব্যবহার করতে পারেন। পয়েন্টার প্রতি তিনটা শব্দ পরপর রেখে পড়ার অভ্যাস করুন।
- প্রথমদিকে এমন হবে যে আপনি পুরো প্যারাগ্রাফ এই পদ্ধতিতে পড়ে ফেলেছেন, কিন্তু কিছুই বোঝেননি! এমনটা হলেও কিন্তু বিপদ। তাই শুরুতে ধীরে ধীরে অভ্যাসটা আয়ত্ত্বে আনার চেষ্টা করুন, যেন দ্রুতও পড়া যায়, আবার টেক্সটের আইডিয়াটাও বোঝা যায়।
এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এমন বেশ কিছু ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। তবে আমি বলবো আপনি টনি বুজানের স্পিড রিডিং বইটা কিনে ফেলুন, এরপর সেই অনুসারে প্রাকটিস করতে থাকুন৷
IELTS Reading Tips 9: স্টাডি ম্যাটেরিয়াল নির্বাচনে সতর্ক থাকুন
হ্যা, নীলক্ষেতে পাওয়া কেম্ব্রিজ সিরিজের বইগুলো থেকে বিগত দিনের IELTS প্রশ্নগুলো পড়লে বেশ ভালো IELTS Reading Score তোলা সম্ভব। কিন্তু সত্যি বলতে কি, কাজটা কিছুদিন পরেই আপনার কাছে বোরিং মনে হবে। তাই আপনি যা করতে পারেন তা হলো, নিজের আগ্রহ আছে এমন টপিক সম্পর্কে লেখাগুলো খুজে বের করে পড়তে পারেন৷ এতে করে আপনি পড়তে আরাম পাবেন, প্রাকটিস করাও হবে, আবার প্রাক্টিস ভালো হওয়ার ফলে আপনার ভাষাগত দক্ষতা বাড়বে, যা আপনাকে পরবর্তী সময়ে সাহায্য করবে পড়াশোনা এবং কাজের ক্ষেত্রে৷
তাই ট্রেইনাররা reading tips for IELTS হিসেবে একজন শিক্ষার্থীকে শুরুতেই কঠিন কোন বই বেছে না নেয়ার পরামর্শ দেন। আপনি যদি শুরুতেই এডগার এলান পো-এর বই নিয়ে বসেন, তাহলে কিছুক্ষণ পরেই আপনার আগ্রহ উবে যেতে বাধ্য! তাই শুরুটা হোক কোন সহজ বই দিয়ে। হ্যারি পটার পড়তে পারেন, কিংবা এটমিক হ্যাবিটস বা ডোপামিন ডিটক্সের মতো সহজ বোধ্য মোটিভেশানাল বইগুলো দেখতে পারেন।
IELTS Reading Tips 10: রিডিং টাইমকে অর্গানাইজ করুন
IELTS tips for reading এর এই অংশটি আসলে পরীক্ষার হল নয়, বরং পরীক্ষাপূর্ব প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে। অনেক শিক্ষার্থী- আমি নিজেও- কোন একটা লেখা বেশিক্ষণ পড়তে পারে না। লেখাটা খুব বেশি আকর্ষণীয় না হলে আমি হয়তো কিছুক্ষণ পড়ার পর ইউটিউব দেখি, ইমেইল চেক করি, ফ্রিজ খুলে দেখি খাওয়ার কিছু আছে কি না! এভাবে বেশ ভালোরকমের সময় নষ্ট হয়। তো সমাধান কী?
- পড়ার আগে একটা টাইমার সেট করে নিন। প্রথম দিকে সেটা ৩০ মিনিট রাখতে পারেন। দিনকে দিন এই টাইমারে সময় বাড়াবেন।
- পড়ার একটা নির্ধারিত সময় ও জায়গা বের করে নিন। অবশ্যই পড়তে বসার সময় ফোন দূরে রাখবেন, বা টাইমার ফোনে সেট করলে ফোনের ডেটা কানেকশন অফ রাখবেন, এরোপ্লেন মুডে রাখবেন।
- হেডফোন ব্যবহার করতে পারেন। ইউটিউবে প্রচুর স্টাডি মিউজিক পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে বৃষ্টির আওয়াজ শুনি, যা আমাকে বাইরের সকল আওয়াজ থেকে দূরে রাখে।
আমার এই পুরো লেখায় আমি দেখাতে চেয়েছি IELTS Reading Test আসলে কী, IELTS reading question types-গুলো কী কী, ভালো IELTS Reading Score তুলতে চাইলে কি কি করণীয়- এই বিষয়গুলো। এখন প্রশ্ন হতে পারে, কোচিং কি একান্ত প্রয়োজনীয়? এটা নির্ভর করে সম্পূর্ন আপনার সময় এবং সুযোগের ওপর।তবে, আপনাদের কথা মাথায় রেখে Techpark English ইতোমধ্যে নিয়ে এসেছে IELTS Course by MD. Nayem Hossain, যা আপনাকে IELTS পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে সাহায্য করবে। এই কোর্সে আপনি IELTS পরীক্ষার বিভিন্ন অংশের ফরম্যাট, প্রশ্ন ও উত্তরের ধরন, গুরুত্বপূর্ণ টিপস, ট্রিকস ও স্ট্র্যাটেজি পেয়ে যাবেন। থাকছে লেকচার শিট সহ ৫১টি ভিডিও, আর ১৫টি মক টেস্ট। তাই আর দেরি কেন? এখনি জয়েন করে ফেলুন কোর্সটিতে, আর দূর করে নিন IELTS পরীক্ষা সম্পর্কে আপনার যাবতীয় ভীতি, উত্তর পেয়ে যান সকল প্রশ্নের, আর এগিয়ে যান দূর্বার গতিতে নিজের লক্ষ্যে, নিজের স্বপ্নের দিকে। Never Stop Learning!